সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সারা দেশে দীপাবলি উৎসব উদযাপিত

প্রতিদিন ডেস্ক

সারা দেশে দীপাবলি উৎসব উদযাপিত

উৎসবমুখর পরিবেশে সারা দেশে দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন শ্যামাপূজা উৎসবও। সবচেয়ে বড় উৎসব হয়েছে বরিশালে। এতে লাখো মানুষের উপস্থিতি ঘটে। এ ছাড়া রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দির, জয়কালী মন্দিরসহ পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর এলাকায় বেশ কিছু অস্থায়ী মন্ডপে শ্যামাপূজা ও দীপাবলি উৎসব হয়েছে। উৎসবের মূল কর্মসূচির মধ্যে ছিল সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্বালন এবং দিবাগত রাতে শ্যামাপূজা। আজকের কর্মসূচিতে রয়েছে প্রসাদ বিতরণ, পরদিন বুধবার ভাইফোঁটা ও অতিথি আপ্যায়ন, আরতি। কর্মসূচিগুলোর আয়োজক ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দির, শ্রীশ্রী শিবমন্দির। প্রসঙ্গত, দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হলো কালীপূজা ও দীপাবলি উৎসব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। ভূভারত হয়ে এ দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ পালন করেন দীপাবলি উৎসব। ন্যায়ের জয় আর পারলৌকিক আঁধার সরিয়ে ফেলার কামনায় তারা নৈবেদ্য দেন তাদের কালীমাতার পাদপদ্মে। এ উপলক্ষে মঙ্গলশিখায় হিন্দু গৃহগুলো আলোকিত করে রাখা হয়। নিশি উপবাসের পর অন্নকুট মহোৎসব আর সন্ধ্যা আরতি দেওয়া হয়। কালীপূজা বা দীপাবলির দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।

কর্মসূচি অনুযায়ী, বরিশালে উদযাপিত হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব। বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশানে শনিবার রাতে লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের স্মরণ এবং আত্মার শান্তি কামনায় মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বালন করেন। ঐতিহ্যবাহী এই মহাশ্মশানে শ্রদ্ধা জানাতে নেপাল ও ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকেও আসেন হাজারো মানুষ। দীপাবলি উৎসবকে সফল করতে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ খবর