সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
দুই সিটিতে নতুন মেয়র, যত চ্যালেঞ্জ

নানা সংকট, দায়িত্ব পালনে সহযোগিতা চাই : খোকন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নানা সংকট, দায়িত্ব পালনে সহযোগিতা চাই : খোকন

আগামীকাল দায়িত্ব নেবেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। বেলা সাড়ে ১১টায় নগরীর কালুশাহ সড়কে মেয়রের বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনার করুণ দশা। সিটি করপোরেশন অযোগ্য কর্মকর্তা-কর্মচারীতে ভরা। এই জনবল দিয়ে কাজ করা দুরূহ। সিটি করপোরেশন থেকে নাগরিক সেবা দিতে নগর ভবন সংস্কার করতে হবে। কেউ অন্যায় অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চরম অব্যবস্থাপনা তুলে ধরে এর সংস্কারে নানা পরিকল্পনার কথা জানান। নগরীর দুটি বাস টার্মিনালের ভগ্নদশার কথা উল্লেখ করে সেখানে নতুন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

নাগরিক সেবা নিশ্চিত করতে সাংবাদিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। দায়িত্ব গ্রহণের আগে বরিশাল সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান নতুন মেয়র। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর