সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবরোধ প্রতিরোধে রাজধানীতে সরব আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে রাজধানীতে সরব ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সতর্ক পাহারায় ছিলেন তারা।

গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিন দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপির উদ্দেশে বলেন, অবরোধের পথ পরিহার করে নির্বাচনে আসুন। নির্বাচনই ক্ষমতার পালা বদলের একমাত্র পথ। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু বলেন, বিএনপির ডাকা অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। দুপুর ১টায় বঙ্গবন্ধু এভিনিউতে তৈরি করা মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, চলে সন্ধ্যা পর্যন্ত। 

রাজধানীর এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল মোড়, গ্রিন রোডের সায়েন্সল্যাব প্রান্ত এবং উত্তর সিটি এলাকার শ্যামলী সিনেমা কমপ্লেক্স, শ্যামলী ওভারব্রিজ, কল্যাণপুর এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা চেয়ার পেতে বসেছিলেন। এ সময় তারা অবরোধবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, গাবতলীসহ ঢাকা মহানগরের দুই অংশের প্রতিটি থানা-ওয়ার্ড, ইউনিটের নেতা-কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক পাহারায় ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, দক্ষিণ আওয়ামী লীগের ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ডের নেতা-কর্মীরা সতর্ক অবস্থায় ছিলেন। যাত্রাবাড়ীসহ ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে শোডাউন দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি জানান, উত্তরা, মিরপুর, গাবতলীসহ রাজধানীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে আমরা সমাবেশ করেছি। অবরোধের নামে বিএনপি যেন কোনো ধরনের সন্ত্রাস করতে না পারে সে বিষয়ে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি থানা ওয়ার্ডের নেতা-কর্মীরা সতর্ক পাহারায় ছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর শাহবাগ এলাকায় সকাল থেকে সতর্ক পাহারায় ছিলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে গতকাল রাজধানীর পল্টন মোড়ে সভা করেছে সম্মিলত জাতীয় জোট। সংগঠনের মহাসচিব ডা. খন্দকার মো. ইমদাদুল হক সেলিম বলেছেন, অবরোধের প্রতিবাদে আমরা রাজপথে আছি, আগামী দিনেও থাকব। মানুষ জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস চায় না। মানুষ চায় উন্নয়ন।

সর্বশেষ খবর