বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
তফসিলের নানামুখী প্রতিক্রিয়া

সমঝোতার পথ বন্ধ হলো : নূর

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশি-বিদেশিদের পক্ষ থেকে বারবার সমঝোতার তাগাদা দেওয়ার পরও বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে তফসিল ঘোষণা  করা উচিত হয়নি। নির্বাচনি তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সমঝোতার পথ বন্ধ করে তফসিল ঘোষণার মাধ্যমে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার দায় প্রধান নির্বাচন কমিশনারকে নিতে হবে। প্রহসনের এ তফসিল আমরা প্রত্যাখ্যান করছি। জনগণের গণতান্ত্রিক ভোটাধিকার রক্ষায় আমরা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলব। বর্তমান সরকারের দমন-পীড়নের রাজনীতির কারণে সাধারণ জনগণকে পাশে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি ভোটাধিকার আদায়ের আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিতে। গতকাল রাতে বিএনপিসহ অন্য সমমনা দলগুলোর সঙ্গে চলমান আন্দোলন জোরদারের বিষয়ে ভার্চুয়াল বৈঠকে বসার কথাও জানান নুরুল হক নূর।

সর্বশেষ খবর