বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পানিফল চাষে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পানিফল চাষে আগ্রহ

অন্যান্য ফসলের তুলনায় কম খরচে লাভজনক হওয়ায় বগুড়ায় পানিফল চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। জেলার বিভিন্ন এলাকায় পতিত খাল-বিল ও জলাশয় জুড়ে পানিফলের চাষ হচ্ছে। লাভজনক হওয়ায় গত বছরের তুলনায় এবার বেড়েছে চাষের জমি। ইতোমধ্যে পানিফল উত্তোলন করছে চাষিরা, হাটে বাজারে বেচাকেনাও বেশ ভালো। কম খরচে ভালো ফলনে ভালো দাম পেয়ে কৃষক খুশি। নিচু জমি ও বিল-জলাশয়ে মৌসুমি ফসল হিসেবে পানিফল চাষ হয়। পানিতে ভরপুর ও প্রচুর খনিজ উপাদান পানিফলে। আষাঢ় থেকে ভাদ্র-আশ্বিন পর্যন্ত চারা লাগানো যায়। চারা লাগানোর দুই-আড়াই মাস পর ফল পরিপক্ব হয়। প্রতি গাছ থেকে তিন-চার বার ফল তোলে চাষিরা, পৌষ বা ডিসেম্বর পর্যন্ত পাওয়া যায় ফল। এ ফলের কোনো বীজ নেই, মৌসুম শেষে পরিপক্ব ফল থেকে আবারও চারা গজায়, সে চারা পরে জলাশয়ে লাগানো হয়। শহর-গ্রাম সবখানেই এ ফলের চাহিদা রয়েছে। সেদ্ধ করেও এ ফল খাওয়া যায়। বাজারে কাঁচা ও সেদ্ধ ফল বিক্রি হয়। বগুড়া শহরের চেলোপাড়া চাষিবাজারে প্রতিদিন ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত বেচাকেনা হয়। প্রতি মণ ৬০০ থেকে ৮০০ টাকায় কেনাবেচা হচ্ছে।

সর্বশেষ খবর