বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে মৃত্যু ১৫০০ ছাড়াল

এক দিনে ২৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক দিনে ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫২০ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৯, ঢাকার বাইরের হাসপাতালে ১ হাজার ২৭৪ জন। বর্তমানে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৭৬, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৮৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮৯ হাজার ৩৯০ জন।

ঢাকায় ২ লাখ ১৮৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৮৭ হাজার ২০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের দৈনন্দিন ডেঙ্গুর রিপোর্টে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ১২০ জন রোগী। এর আগে সোমবার চিকিৎসাধীন ছিলেন ১০৬ জন রোগী।

সর্বশেষ খবর