বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ

পুলিশ যে কোনো চালেঞ্জ মোকাবিলা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। গতকাল সচিবালয়ে বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তফসিলকে কেন্দ্র করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেন কেউ কোনো নাশকতা না করতে পারে। নিরাপত্তা বাহিনী পেশাদার, তারা তাদের কাজটি করছে। আপনারা দেখেছেন ২৮ অক্টোবর চাপাতি দিয়ে কুপিয়ে আনসারকে মারল, পুলিশকে মারল। কিন্তু পুলিশ চরম ধৈর্যের সঙ্গে তা মোকাবিলা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। সেভাবে পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা ১৪, ১৫-তে অগ্নিসন্ত্রাস করেছে। জঙ্গিদের উত্থান ঘটিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল। সিরিজ বোমা হামলা হয়েছিল। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ইজতেমার প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের আহমদ পক্ষের এবং দ্বিতীয় পর্বে মাওলানা ওয়াসিফুল ইসলাম পক্ষের অনুসারীরা অংশ নেবেন।

সর্বশেষ খবর