শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

২৫ বিলিয়ন ডলারের বেশি গ্রস রিজার্ভ

কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার। অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করায় এবং নিরবচ্ছিন্ন তদারকিতে বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।  গতকাল মতিঝিলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান।

মো. মেজবাউল হক বলেন, ‘অক্টোবরের তুলনায় চলতি মাসে প্রবাসী আয়ের গতি বেশি। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় চাহিদা ও দামের মধ্যে ভারসাম্য ফিরতে শুরু করেছে। জোগান ও চাহিদার ভিত্তিতে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন (বাফেদা) যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। চাহিদা ও জোগান মিলিয়ে বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।’ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, ‘বাণিজ্য ঘাটতি কমে আসায় বিদেশি ব্যাংকের কাছে বকেয়াও কমেছে। এখন আর্থিক হিসাবে ঘাটতিই বৈদেশিক মুদ্রার প্রধান চ্যালেঞ্জ।’

 মূল্যস্ফীতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ডিসেম্বর নাগাদ মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলো ইতিবাচক দিকে যাওয়া শুরু করেছে। আর্থিক সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরছে। এর আগে ১৯ অক্টোবর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়া প্রসঙ্গে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেজবাউল হক জানিয়েছিলেন, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। তবে গত ২১ সেপ্টেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন-আকুর জুলাই-আগস্ট মেয়াদের আমদানি দায় পরিশোধের পর রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছিল ২১ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর