শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এক ঘণ্টায় শেষ ঢাকা কক্সবাজার ট্রেনের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজারগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল সকাল ৮টায় শুরু হয় ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে এ ট্রেনের টিকিট বিক্রি। এদিন অনলাইন ও কাউন্টারে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট বিক্রি করা হয়। রেলওয়ের অনলাইনে দেখা যায়, বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যে পয়লা ডিসেম্বরের টিকিট শেষ হয়ে যায়। ওয়েবসাইটে গতকাল শুধু ৩ ডিসেম্বরের টিকিট শো করছিল। টিকিটপ্রত্যাশীরা বলেছেন, গতকাল সকাল ৮টা ৫০ মিনিটের পর রেলওয়ের ওয়েবসাইটে পয়লা ডিসেম্বর ভ্রমণের টিকিট আর পাওয়া যায়নি। মগবাজারের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারদিন আরেফিন বলেন, ‘এর আগে বাসে বেশ কয়েকবার কক্সবাজার গেলেও এই প্রথম বন্ধুদের নিয়ে ট্রেনে কক্সবাজার যাব। এজন্য ভোরেই ঘুম থেকে উঠে টিকিট কেটেছি।’ বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, গতকাল সকাল ৮টায় কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়। সবারই ইচ্ছা এ পথে প্রথম ট্রেনভ্রমণ। যে কারণে দ্রুত টিকিট শেষ হয়ে গেছে।

 তিনি আরও জানান, কক্সবাজার এক্সপ্রেসে দুই ধরনের আসন রয়েছে। এসি, নন-এসি। রেলওয়ে সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় কক্সবাজার এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে ২০ মিনিট যাত্রাবিরতি দিয়ে ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। অর্থাৎ রাজধানী থেকে পর্যটন শহরে যেতে লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট। অন্যদিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এ ট্রেন চট্টগ্রামে আসবে বিকাল ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫, এসি চেয়ারের ১ হাজার ৩২৫, এসি সিট ১ হাজার ৫৯০ আর এসি বার্থের ২ হাজার ৩৮০ টাকা। আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬, এসি সিটের ৪৬৬ আর এসি বার্থের ৬৯৬ টাকা। উল্লেখ্য, ১১ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ১ ডিসেম্বর এ রেলপথে ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর