শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

লাশবাহী গাড়িতে ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক

লাশবাহী গাড়িতে ফেনসিডিল

ফরিদপুরে লাশবাহী ফ্রিজিং গাড়িতে বিশেষ কৌশলে রাখা ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- ঢাকার তুরাগ থানার বাউনিয়া এলাকার আবদুস সবুর ও যশোর সদরের বিরামপুর এলাকার মো. তহিদুল ইসলাম। গত বুধবার রাতে ফরিদপুর শহরতলির বদরপুরে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত লাশবাহী ফ্রিজিং গাড়িটি জব্দসহ ৩টি মোবাইল ফোন ও ১ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। তারা গাড়িটি নিয়ে যশোর থেকে ঢাকায় যাচ্ছিল। গতকাল এসব তথ্য জানান র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, লাশবাহী ফ্রিজিং গাড়িটি চেকপোস্টের সামনে এলে সিগনাল দিয়ে থামানো হয়। গাড়ির ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং গন্তব্যসংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো কথা বলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের গাড়িতে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। এ সময় ডাবল কেবিনযুক্ত লাশবাহী ফ্রিজিং গাড়ির মাঝের কেবিন থেকে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১৪৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে গাড়িতে কোনো লাশ ছিল না। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ফরিদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর