শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজার কি আবার ঘুরে দাঁড়াবে

কয়েক মাস ধরে শেয়ারবাজারে দরপতন চলছেই। বিনিয়োগকারীদের মূলধন শুধু কমছে। বাজারের পতন ঠেকাতে ফ্লোর প্রাইস দিয়েও সুরাহা করা যাচ্ছে না। একটানা দরপতনে অনেক কোম্পানির দর দীর্ঘ সময় ধরে ফ্লোর প্রাইসে আটকা। এ জন্য আটকে আছে বিনিয়োগকারীদের টাকাও। ডলার বাজার দীর্ঘদিন ধরে অস্থির। এই অস্থিরতার লাগাম টানা যাচ্ছে না। অর্থনৈতিক নানা সংকটের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব কারণে শেয়ারবাজার ঘুরে দাঁড়াচ্ছে না বলে মনে করছেন শেয়ারবাজার বিশ্লেষকরা। বাজার আবার ঘুরে দাঁড়াবে কিনা সেসব নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলী রিয়াজ

 

ফ্লোর প্রাইস উঠিয়ে দিলেই চাঙা হবে

নির্বাচনি অনিশ্চয়তা কেটে গেলে ঠিক হয়ে যাবে

ডলার বাজার স্থিতিশীল হলেই চিত্র পাল্টাবে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর