শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনি অনিশ্চয়তা কেটে গেলে ঠিক হয়ে যাবে

------ আবু আহমেদ

নির্বাচনি অনিশ্চয়তা কেটে গেলে ঠিক হয়ে যাবে

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, বাংলাদেশে এখন বেশকিছু বিষয় নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। এরমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি প্রভাব রয়েছে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। অর্থনৈতিক বিভিন্ন সূচক নিম্নমুখী। দেশের দেনা বাড়ছে। ব্যালান্স অব পেমেন্টস নিম্নমুখী। ফলে বড় বিনিয়োগ করছে না কেউ। বিশেষ করে বিদেশি বিনিয়োগ এক প্রকার বন্ধ আছে। নতুন বিনিয়োগ নেই। পাশাপাশি যারা শেয়ার বিক্রি করছে তারা নতুন করে কিনছেন না। এর কারণে দীর্ঘ দরপতনের মুখে পড়েছে শেয়ারবাজার। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আবু আহমেদ বলেন, নির্দিষ্ট কিছু শেয়ার ঘিরে এখন লেনদেন চলছে। ৭০ ভাগের বেশি কোম্পানি ফ্লোর প্রাইসে আটকা। যার কারণে কেউ শেয়ার বিক্রি করতে পারছে না। তাই কিনতেও পারছে না। সূচক বাড়বে কীভাবে? বাজারে এখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া উচিত। পৃথিবীর কোথাও এই পদ্ধতি নেই। এ কারণে বাজারে ভালো-মন্দ সব ধরনের শেয়ারের দরপতন হয়েছে। অনেক ভালো ভালো কোম্পানির  শেয়ার যৌক্তিক মূল্যের নিচে নেমে গেছে। তিনি আরও বলেন, ১০/২০টি কোম্পানি ঘুরে সিন্ডিকেট ট্রেড হচ্ছে। ফ্লোর প্রাইসের সুযোগ নিয়ে সিন্ডিকেট  ট্রেড চলছে। কর্তৃপক্ষের উচিত বাজারে যারা অনিয়ম বা সিরিয়াল ট্রেড করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিভিন্ন গুজব ছড়াচ্ছে একটি পক্ষ। তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর