শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে সালিশি বৈঠকে বাগ্বিতন্ডা একজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সালিশি বৈঠকে বিতর্কের জেরে দুই পক্ষে সংঘর্ষ ঘটেছে। এতে কাউন্সিলর পক্ষের একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকায় ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তারিকুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম আকরামুল হক গুড্ডু (৩৫)। তার বাড়ি নগরীর চন্দ্রিমা থানার বনগ্রাম এলাকায়। তিনি কাউন্সিলরের কার্যালয়ে থাকেন। তার ডান পায়ে গুলি লেগেছে। সংঘর্ষের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, ৩ হাজার ২০০ টাকা নিয়ে বিরোধের ঘটনা মীমাংসা করতে কাউন্সিলর বৈঠকে বসেছিলেন। সেখানেই দুই পক্ষে তর্কবিতর্ক শুরু হলে এক পক্ষ বের হয়ে যায়। পরে তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুড্ডু গুলিবিদ্ধ হন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, গুড্ডু কাউন্সিলর মনিরুজ্জামানের লোক। তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কাউন্সিলর মনিরুজ্জামান জানান, সালিশি বৈঠক চলাকালে তারিকুল ইসলাম, আদর ও সনেট সেখানে আসেন। এরপর তারা পিস্তল দেখিয়ে কাউন্সিলরকে হত্যার হুমকি দেন। তিনজনের হাতেই অস্ত্র ছিল। অন্যদের হাতে হকিস্টিক, ধারালো অস্ত্র ছিল। এরপর হঠাৎই হামলা চালান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর