শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কাল

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল রবিবার। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার বেলা ১১ টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন (www.educationboardresults.gov.bd) থেকে ফল সংগ্রহ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। মোবাইলে মেসেজ পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। মেসেজ পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস রোল নম্বর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফল প্রকাশের রেওয়াজ অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। পরে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন। প্রসঙ্গত, গত ১৭ আগস্ট চলতি বছরের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের প্রথম ৪টি পরীক্ষা স্থগিত করা হয়। এসব বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। এ বছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর