শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জনগণের করের টাকা ব্যয়ের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

জনগণের করের টাকা যারা ব্যবহার করেন, তাদের অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাই কোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেছেন, শুধু দায়িত্বশীল হলেই হবে না, কীভাবে এই অর্থ ব্যয় করা হচ্ছে তার জবাবদিহিতাও থাকা উচিত। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেওয়া রায়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। রায়ে হাই কোর্ট বলেন, যেহেতু ১৩৮ জনের নিয়োগ হয়নি, সেহেতু এই রুলের কোনো সারগর্ভ নেই। যারা আবেদনকারী তারা যদি আবেদন করেন এবং অন্য কোনো কারণে যদি অযোগ্য না হন তাহলে সেসব আবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মুহাম্মদ রাসেল শুনানি করেন।

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও অ্যাডভোকেট মো. আবুল কাশেম। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর রুল জারি করেন হাই কোর্ট। একই সঙ্গে তার মেয়াদের শেষ দিনে জারি করা ১৩৮ জনের নিয়োগসংক্রান্ত আদেশ স্থগিত করেছেন আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দিলেন হাই কোর্ট।

সর্বশেষ খবর