মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতের সংসদে হট্টগোল, ৭৮ এমপি বহিষ্কার এক দিনে

দীপক দেবনাথ, কলকাতা

ভারতীয় সংসদে ১৩ ডিসেম্বর ঢুকে রংবোমা হামলার ঘটনায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে স্লোগান, বিক্ষোভ ও হট্টগোলের জেরে গতকাল বিরোধী দলের ৭৮ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩৩ জন হলেন সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য, ৪৫ জন সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। এর আগে একই ইস্যুতে গত সপ্তাহে ১৪ সদস্য বহিষ্কৃত হন। সব মিলিয়ে একটি মাত্র ঘটনা কেন্দ্র করে ৯২ জন সংসদ সদস্যকে বহিষ্কার করা হলো। গতকাল বহিষ্কৃত সদস্যদের মধ্যে ৬৪ জনকে সংসদের শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোর (২২ ডিসেম্বর পর্যন্ত) জন্য বহিষ্কৃত করা হয়েছে, বাকি সদস্যদের অধিকার কমিটির রিপোর্ট সংসদে জমা পড়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মোট ৯২ জন সদস্যের মধ্যে আছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, সিনিয়র কংগ্রেস সদস্য জয়রাম রমেশ, কে সি বেণুগোপাল, রণদীপ সিং সূর্যওয়ালা, গৌরব গগৈ, তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, কল্যাণ ব্যানার্জি, অপরূপা পোদ্দার, প্রসূন ব্যানার্জি, সুনীল মণ্ডল, প্রতিমা মণ্ডল, অসিত মাল, ডিএমকের টি আর বালু, এ রাজা, দয়ানিধি মারান, কানিমোঝি, আরজেডির মনোজ ঝা প্রমুখ। লোকসভায় ঢুকে ১৩ ডিসেম্বর গ্যাস হামলা চালায় কয়েক যুবক। ইতোমধ্যে ওই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি চেয়ে সরব হচ্ছেন বিরোধী দলের সদস্যরা। গতকালও অধিবেশন শুরু হতেই সংসদের দুই কক্ষে (লোকসভা ও রাজ্যসভা) বিক্ষোভ, হট্টগোল শুরু হয়। আর সে ঘটনায় বহিষ্কার করা হয় ৭৮ জন সদস্যকে।

এ নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, ‘সম্মানীয় সদস্যদের অনুরোধ করছি, তারা যেন হাউসের নিয়ম অনুযায়ী আচরণ করেন। নিজেকে যেন দাঙ্গা ব্রিগেডে পরিণত না করেন।’

এদিকে কেন্দ্রের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেসের বহিষ্কৃত সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘আমরা বহিষ্কৃত এমপিদের ফিরিয়ে আনার দাবি করেছিলাম। সেই সঙ্গে সংসদে রংবোমা হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিবৃতি দাবি করেছিলাম। আসলে এ সরকার অত্যাচারের শেষ সীমায় পৌঁছে গেছে। সংসদ ভবনকে বিজেপি নিজেদের সদর দফতর হিসেবে ব্যবহার করছে।’

অন্যদিকে নিজের দলের এমপিদের সাসপেন্ড করা নিয়ে কার্যত ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এদিন সন্ধ্যায় দিল্লিতে দলীয় এমপিদের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। পরে গণমাধ্যমে তিনি বলেন, ‘যা চলছে তা একেবারেই কাক্সিক্ষত নয়। আমি ভাগ্যবান যে এখন আর আমি সংসদ সদস্য নই।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর