মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

কিশোরদের মধ্যে মারধর নিয়ে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজারে মনসুরাবাদ ও খাপুরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনসুরাবাদ গ্রামের শওকত শেখের ছেলে জুবায়ের শেখ একই ইউনিয়নের খাপুরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাকিবকে তিন দিন আগে অপমান করে। রবিবার বিকালে জুবায়ের খাপুরা গ্রামে গেলে রাকিবসহ কয়েকজন জুবায়েরকে মারধর করে। পরে জুুবায়ের গ্রামে এসে এ ঘটনা জানালে তারা উত্তেজিত হয়ে মনসুরাবাদ বাজারের দিকে এগিয়ে আসে। অন্যদিকে খাপুরা গ্রামের লোকজন এ খবর পেয়ে তারাও এগিয়ে আসে। মনসুরাবাদ বাজারে এ সময় দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দেশি অস্ত্র ঢাল, সরকি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত মনসুরাবাদ গ্রামের শওকত মিয়ার ছেলে জুবায়ের হোসেন (১৫), খাপুরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (১৬), খাপুরা গ্রামের হারেজ মাতুব্বরের ছেলে সোহাগ মাতুব্বরকে (২০) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর