শিরোনাম
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা

প্রচারে এ কে আবদুল মোমেন, শ ম রেজাউল করিম, এ বি তাজুল ইসলাম, ইমরান আহমদ, বদিউজ্জামান সোহাগ, সাকিব আল হাসান -বাংলাদেশ প্রতিদিন

জমে উঠছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। চায়ের কাপে ঝড় উঠছে গ্রামগঞ্জের হাটবাজারে। জমজমাটভাবে সারা দেশে চলছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার। কেউ উঠান বৈঠক, কেউ গণসংযোগ করছেন, কেউবা উন্নয়নের অঙ্গীকার করে দ্বারে দ্বারে ঘুরছেন। গতকাল ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক রাজধানীর শেরেবাংলানগরের আগারগাঁও, তালতলা ও শ্যামলীতে ব্যাপক গণসংযোগ করেন। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত পশ্চিম মানিকদী ও মাটিকাটায় প্রচার চালান। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সিদ্বেশ্বরী কালীমন্দিরে মতবিনিময় সভায় অংশ নেন। ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন গণসংযোগ করেন। ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার তুহিন কোটবাড়ী, বর্দনবাড়ী, বড় বাজার, দারুসসালাম রোড, প্রিয়াঙ্গন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান সজল ৫৫, ৪৯, ৬৬ নম্বর ওয়ার্ডসহ আদর্শনগরে কর্মিসভা, বর্ধিত সভা ও লিফলেট বিতরণ করেন। একই আসনে আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন তুষারধারা ও গিরিধারায় ঈগল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী বাউনিয়া, বটতলা, রোসাদিয়া নতুন বাজার, কামারপাড়া স্কুল, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ধউর ও দিয়াবাড়ী এলাকায় প্রচার চালান। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম ৫২ ও ৫৯ নম্বর ওয়ার্ড, ধোলাইপাড়, মীরহাজিরবাগে কর্মিসভা সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বড়ইতলায় সভা ও মোহম্মদবাগে গণসংযোগ করেন।

ঢাকা-১১ আসনে গণফ্রন্ট প্রার্থী শেখ মোস্তাফিজুর রহমান হাতিরঝিল সংলগ্ন মহানগর এলাকা ও বনশ্রীতে গণসংযোগ করেন। ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন লালবাগ চৌরাস্তা থেকে শুরু করে বকশীবাজার, আগামসি লেন, আগা সাদেক রোড, নাজিরাবাজার, বংশাল, মালিটোলা, তাঁতীবাজার, মিটফোর্ড, নয়াবাজার টিনপট্টি ও পাকিস্তান মাঠ এলাকায় লাঙল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। ঢাকা-১২ আসনে ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আবদুল হাকিম কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজকুনীপাড়ায় গণসংযোগ করেন। রাজশাহী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী তানোরের পাঁচন্দর ইউনিয়নের মোহর গ্রামে পথসভা করেন। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রচার চালান গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে। রাজশাহী-২ আসনে ১৪-দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন নগরীর ঝাউতলা মোড়, লক্ষ্মীপুর,   মেডিকেল চত্বর ও ঘোষপাড়ায়। রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচার চালান চারঘাটের অরকা পল্লীতে। রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচার চালান দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ মোহনপুরের কেশরহাটে গণসংযোগ করেন। পাবনা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. মকবুল হোসেন ও স্বতন্ত্র আবদুল হামিদ গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রচারে ব্যস্ত সময় পার করেন। বিভিন্ন সভাসমাবেশ ও গণসংযোগে তাঁর মেয়ে অংশ নিয়ে বাবার জন্য ভোট প্রার্থনা করেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী আবদুল ওদুদ সদর উপজেলার গোবরাতলায় প্রচার চালান। একই আসনে বিএনএম প্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা আবদুল মতিন ও বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খাঁন শহরে গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জে সমাবেশ করেন। এ ছাড়া দুই স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী ও সৈয়দ নজরুল ইসলাম এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস গণসংযোগ করেন। বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময় দুপুরে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে লিফলেট বিতরণ, পথসভা, গণসংযোগ এবং বিকালে বাগেরহাট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ফিসারীঘাটা, সিআরসি, গাবতলাসহ বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ ছাড়া জাতীয় পার্টির সাজন মিস্ত্রী এবং তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা, বিএনএমের প্রার্থী সাবেক কৃষক লীগ নেতা রেজাউল ইসলাম রাজু ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। পঞ্চগড়-১ আসনে নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁঞা মুক্তা সভা ও গণসংযোগ করেন। নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা জলঢাকার কৈমারী ও মীরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম নন্দীগ্রামের মুরাদপুরে গণসংযোগ করেন। কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ জাফরগঞ্জ, এলাহাবাদ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। খাগড়াছড়িতে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা রামগড় উপজেলার থলিপাড়া, নাকাপা, পাতাছড়ায় গণসংযোগ করেন। একই আসনে লাঙলের মিথিলা রোয়াজা ও তৃণমূল বিএনপির উশ্যেপ্র মারমা গণসংযোগ ও পথসভা করেন। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে।

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল টঙ্গীর বাস্তুহারা, দত্তপাড়া, হিমারদিঘী, গাজীপুরাসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন চতর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে পথসভার মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন।

সর্বশেষ খবর