রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেশব্যাপী লিফলেট বিতরণ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিএনপির লিফলেট বিতরণ করেছেন বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীরা। বিএনপির তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি গত বৃহস্পতিবার শুরু হয়ে গতকাল শেষ হয়েছে। গতকাল আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগাম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকাল ৮টার দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ সময় দোকানদার, সাধারণ মানুষ ও পথচারী এবং রিকশা-ভ্যান শ্রমিকদের হাতে লিফলেট তুলে দেন রিজভীসহ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ। এ ছাড়া চকবাজার থানা বিএনপির উদ্যোগে মৌলভীবাজারে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল। এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ১২ দলীয় জোট : ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, এ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভয়ংকর খেলা শুরু করেছে। জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে খুব দ্রুত সরকারের পতন ঘটানো হবে। আওয়ামী লীগ আগুন নিয়ে যখন খেলতে চায় তখন জনগণ ভোট বর্জনের মাধ্যমে তার কঠিন জবাব দেবে। বেলা সাড়ে ১১টায় ফকিরাপুল মোড়ে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার দাবিতে ১২ দলীয় জোট আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন।  জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের আন্দোলনের মুখে হারিয়ে যাবে। এ সরকার আবার ক্ষমতায় এলে জনগণ না খেয়ে মারা যাবে এবং দেশে দুর্ভিক্ষ হবে। এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, সৈয়দ মো. ইব্রাহিম রনক, মাওলানা অধ্যক্ষ আবদুল করিম, শামসুদ্দীন পারভেজ প্রমুখ। দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

রংপুর : সরকারের পদত্যাগসহ বেগম খালেদা জিয়াসহ সব নেতার মুক্তি দাবিতে রংপুর মহানগরীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গসহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগরবাসীকে আহ্বান জানানো হয়েছে। গতকাল বিকঅলে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কথা জানানো হয়

বরিশাল : নির্বাচন বর্জন এবং অসহযোগ সফল করতে বরিশালে লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল সকাল সাড়ে ৯টায় মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নথুল্লাবাদ ইন্দো বাংলার সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে তারা সিএন্ডবি রোড বৈদ্যপাড়া পর্যন্ত লিফলেট বিতরন করেন। রাজশাহী : ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলা ও মহানগর বিএনপি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়। বাগেরহাট : জাতীয় সংদস নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গতকাল বাগেরহাটে জেলা বিএনপি লিফলেট বিতরণ করেছে। কুষ্টিয়া : কুষ্টিয়ায়ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। সকালে বড় বাজার এলাকায় তৃতীয় দিনের মতো লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদা ইয়াসমিন ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। লালমনিরহাট : লালমনিরহাট শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া হাটে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেছে সদর উপজেলা বিএনপি।

 ভোলা :  বিএনপি আহূত অবরোধ সফল করতে ভোলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পৃথক তিনটি ঝটিকা মিছিল করেছেন। পঞ্চগড় : পঞ্চগড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। গতকাল সকালে জেলা শহরের বকুলতলায় জেলা জাগপা কার্যালয় থেকে কর্মসূচি শুরু করা হয়। খাগড়াছড়ি : অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নরসিংদী : বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে নরসিংদীর বারৈচাবাজারে লিফলেট বিতরণ করেন বেলাবো উপজেলা ছাত্রদল নেতা মিঠুন আহম্মেদ, রবিউল হোসেন, নাঈম প্রমুখ।

সর্বশেষ খবর