রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
গণসংযোগে শাহজাহান ভূঁইয়া

গাজী সমর্থকরা আমার পোস্টার ছিঁড়ছে, দিচ্ছে হুমকিধমকি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া (কেটলি প্রতীক) গতকাল সকালে তারাব পৌরসভার তারাব বাজার, নোয়াপাড়া, বিশ্বরোড, বরাব ও বিসিক জামদানি পল্লী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।

এ সময় ভোটারদের নানাবিধ জনকল্যাণী প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তারাব পৌরসভার জনগণের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। শাহজাহান ভূঁইয়া অভিযোগ করেন, নৌকার প্রার্থী মন্ত্রী গাজী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, গাজী সমর্থক নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় আমাদের হুমকিধমকি দিচ্ছেন। তারা আমার পোস্টার ছিঁড়ে ফেলছেন। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি। গাজী সমর্থক নামধারীরা বলছেন, তাদের প্রার্থীকে নাকি ভোট দিলে এবং ভোট না দিলেও বিজয়ী হবেন। তিনি বলেন, মুড়াপাড়া কলেজের শিক্ষক আলামিন ও প্রাইমারি শিক্ষক সমিতির নেতা আবদুর রহিম মাস্টারের যোগসাজশে গাজীর অনুগত লোকদের সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার করা হচ্ছে। আমি নির্বাচন অফিসার জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন গাজীর মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে নির্বাচন চলাকালে দায়িত্বে না দেন। ভোটারদের উদ্দেশে শাহজাহান ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে রূপগঞ্জের মাদক নির্মূলে কাজ করব। রূপগঞ্জের সন্ত্রাসী কার্যকলাপ আমরা বন্ধ করব। এ ছাড়া রূপগঞ্জে কয়েকটি আবাসন কোম্পানি অনেকের জমি না কিনে বালু ভরাট করে ফেলছে। নির্বাচিত হলে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যার জমি তাকে ফেরত দেওয়া হবে। আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। রূপগঞ্জের মানুষ আমার স্বজন। তাদের সঙ্গে ছিলাম, থাকব। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো হুমকিধমকিতে ভয় পাবেন না। নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে আনবেন। আপনাদের ভোটেই কেটলি প্রতীকের বিজয় নিশ্চিত হবে। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা আবুল বাসার টুকু, মশিউর রহমান তারেক, ওবাইদুল মজিদ জুয়েল মাস্টার, ইঞ্জিনিয়ার খালেদ হাসান, আবদুল মান্নান মুন্সি, কামাল হোসেন কমল, রিটন মেম্বার, আবদুল কাইয়ুম খান, আমিনুল ইসলাম খোকন, শাখাওয়াত হোসেন, নবী হোসেন, মাসুদুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর