বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শহীদ মিনারে সাংস্কৃতিক উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শহীদ মিনারে সাংস্কৃতিক উৎসব

গণজাগরণের সাংস্কৃতিক উৎসব ২০২৩-এর অংশ হিসেবে শিল্পকলা একাডেমির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো চার দিনের উৎসব। বিজয়ের মাসে বাংলার জয়গান থেকে শুরু করে গ্রামীণ লোক ঐতিহ্য, অ্যাক্রোবেটিক, জাদু, নৃত্য এবং সংগীতসহ সংস্কৃতির ভিন্ন ভিন্ন উপাদান থাকছে এ উৎসবে। গতকাল বিকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় এ উৎসব। এরপর পরিবেশিত হয় যন্ত্রসংগীত। দেশাত্মবোধক গানের সুর সংমিশ্রণে যন্ত্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীরা। অনুষ্ঠানের মাঝে বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এরপর আবার অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষিত অ্যাক্রোবেটিক দল। এরপর ‘আলোকের ঝর্ণাধারায়’ গানের সঙ্গে দলীয়নৃত্য করে প্রজন্ম নৃত্যদল। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল সঙ্গীত দল সঞ্চারী, সুরশ্রী, অন্তরা ও স্বপ্নবিকাশ কলাকেন্দ্র। অনুষ্ঠানে দলীয়নৃত্য পরিবেশন করে স্পন্দন। ২৯ ডিসেম্বর শেষ হবে চার দিনের এ উৎসব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর