বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্রিফিং

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সংযমের আহ্বান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত এনডিআই এবং আইআরআই বাংলাদেশে গেছে। ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া, ফিলিস্তিন থেকেও পর্যবেক্ষক যাচ্ছে বাংলাদেশে। ওআইসি, আরব পার্লামেন্টও গভীর পর্যবেক্ষণে রেখেছে এবং চার সদস্যের ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট টিম নির্বাচনী কার্যক্রম দেখতে ইতোমধ্যেই ঢাকায় গেছে। অর্থাৎ সবার প্রত্যাশিত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার পূরণে বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপসমূহে আন্তর্জাতিক মহলের আস্থার ভিত তৈরি হয়েছে। এ অবস্থায় বিএনপির অসহযোগ আন্দোলন থেকে বিরত হওয়ার আহ্বান জানানোর কোনো ইচ্ছা বা আগ্রহ যুক্তরাষ্ট্রের আছে কি না জানতে চাইলে মঙ্গলবার সকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়  জানায়, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি শান্তিপূর্ণভাবে পরিচালিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাই যাতে একযোগে কাজ করেন, যা বাংলাদেশের নাগরিকগণের গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা পূরণে সুফল বয়ে আনবে।

 পররাষ্ট্র দফতর আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র বরাবরের মতোই নিরপেক্ষ এবং একটি রাজনৈতিক দলের পক্ষে থাকে না আরেকটির বিরুদ্ধে গিয়ে। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর