বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
১২-দলীয় জোট

আবারও নির্বাচনি প্রতারণার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাদের ইশতেহারে উল্লিখিত ‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণা শ্মশান বাংলাদেশে রূপান্তর হবে বলে মন্তব্য করেছেন ১২-দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, আবারও ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনি প্রতারণার ফাঁদ পাতা শুরু হয়েছে। আওয়ামী লীগের সেই পুরনো ইশতেহারের ১০ টাকা কেজি চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি আজ কোথায় গেল? গতকাল মালিবাগ, শান্তিনগর, কাকরাইলে অসহযোগ আন্দোলনের সমর্থনে ১২-দলীয় জোটের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। শাহাদাত হোসেন সেলিম আরও বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে ঋণ করে ঘি খায় আর দেশের বাইরে অর্থ পাচার করে। তাই আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার মানে স্মার্ট বাংলাদেশের নামে শ্মশান বাংলাদেশ। তিনি বলেন, দেশের ৫৭ শতাংশ জনগোষ্ঠীকে দারিদ্র্যের তালিকায় রেখে কীভাবে অর্ধাহারে-অনাহারে থাকা মানুষের কাছে আওয়ামী লীগ ভোট চাইতে যায়? সাধারণ মানুষের পেটে ভাত নেই! কৃষকের সার নেই, শ্রমিকের ন্যায্য অধিকার নেই! বেকার যুবকদের কর্মসংস্থান নেই। তার পরও আওয়ামী লীগ জনগণের সামনে প্রতারণার পুরনো ফাঁদ পাততে চায়। তবে ৭ জানুয়ারি জনগণ আওয়ামী লীগ সরকারের অধীনে ভোট বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, মানুষ এখন সরকারের পদত্যাগ চায়। তিনি বলেন, সরকারের এখনো সময় আছে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে ক্ষমতা হস্তান্তর করার। না হলে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ এ সরকারকে পদত্যাগে বাধ্য করবে। ১২-দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপা সহসভাপতি রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ বিএনপি, জামায়াত, ১২-দলীয় জোটসহ বিরোধী দলগুলোর সঙ্গে খেলায় হেরে গিয়ে এখন নিজেদের ঘরে মারামারির খেলা শুরু করেছে। এ খেলায় আওয়ামী লীগকে বিদায় করতেই হবে। ইনশা আল্লাহ দেশের জনগণ ৭ জানুয়ারি নির্বাচনের নামে সার্কাস খেলা দেখতে ভোট কেন্দ্রে যাবে না। আরও বক্তব্য দেন মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, শামসুল আহাদ, লায়ন মো. ফারুক রহমান, মো. শামসুদ্দীন পারভেজ ও শওকত আমিন।

সর্বশেষ খবর