বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

লক্ষাধিক টাকায় বিক্রি হলো মাছ

নোয়াখালী ও পাথরঘাটা প্রতিনিধি

লক্ষাধিক টাকায় বিক্রি হলো মাছ

নোয়াখালী হাতিয়ার মেঘনায় চার মণ ওজনের তিনটি শাপলা পাতা এবং বরগুনার পাথরঘাটায় ধরা পড়ল বিশালাকারের একটি লাক্ষা মাছ। মাছগুলো লক্ষাধিক টাকায় বিক্রি হয়েছে।

নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে তিনটি শাপলা পাতা মাছ। গতকাল সকালে জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে বিক্রির জন্য নিয়ে আসেন।  পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছগুলো কিনে নেয়। হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে তিনটি শাপলা পাতা মাছ ধরা পড়ে। একটি শাপলা পাতা মাছের ওজন ৫০ কেজি, আরেকটি ৬০ এবং আরেকটির ওজন ৬১ কেজি। ১৬ হাজার টাকা মণ দরে মাছগুলো বিক্রি করা হয়। একটি বড়শিতে ধরা পড়ল সাড়ে ১৭ কেজি ওজনের একটি লাক্ষা মাছ। জেলেদের ভাষায় তারিয়াল মাছ নামে পরিচিত। গতকাল পাথরঘাটা বৃহত্তম মৎস্য অবতরণ  কেন্দ্রের পাইকার জাকির হোসেন মাছটি ৪৭ হাজার ৫০০ টাকায় কিনেছেন। জাকির হোসেন বলেন, সুন্দরবন সংলগ্ন নদীতে জেলের বড়শিতে ধরা পড়ে লাক্ষা মাছটি, পরে এটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়ৎদার মুক্তা ফিসের মালিক আ. সালাম বিএফডিসি মৎস্য বাজারে বিক্রির জন্য নিয়ে এলে উন্মুক্ত বাজারে ১ লাখ ৮ হাজার টাকা মণ মূল্যে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি ৪৭ হাজার ২৫০ টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো? হবে। অভিজাত রেস্টুরেন্টে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

সর্বশেষ খবর