শিরোনাম
মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হবিগঞ্জ পাবনায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২০

প্রতিদিন ডেস্ক

পাবনা ও হবিগঞ্জে পুলিশ ও ছাত্রদল সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পাবনা প্রতিনিধি দলীয় সূত্রের বরাতে জানান, ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা ছাত্রদলের মিছিল লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গতকাল দুপুরে পাবনা শহরের দইবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। হঠাৎ পুলিশ মিছিলে লাঠিচার্জ শুরু করে। এতে তিনিসহ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন (২৫), ছাত্রদল কর্মী হৃদয় হোসেন (২৪), সেতু (২২), হাবিবুল হাসানসহ (২৭) অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ মিছিল থেকে জেলা ছাত্রদলের সাবেক সহক্রীড়া সম্পাদক আবদুল্লাহিল কাফি, পৌর ছাত্রদলের নেতা শিমুল, মালঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা মাহিন হোসেন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাসিম হোসেনসহ বেশ কয়েকজনকে আটক করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলের নামে শহরের দইবাজার ও বড়বাজার এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন। তাদের ধাওয়া দিলে দৌড়ে পালাতে গিয়ে কয়েকজন পড়ে গিয়ে আহত হন। পরে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। মিছিলে বাধা দেওয়া হয়নি বলে দাবি ওসির।

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনি অফিস ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এ ছাড়া এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় পুলিশ সদস্য মো. হাসনাত ও মিজানুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় ছাত্রদল নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এর জেরে সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহিরের একটি নির্বাচনি অফিস। এ ছাড়া পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করেন ছাত্রদল নেতা-কর্মীরা। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া দেশজুড়ে ছাত্রদল নেতা-কর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, নির্যাতনের প্রতিবাদে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা, নাটোর, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।

 

সর্বশেষ খবর