শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্বরাষ্ট্রমন্ত্রীর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রীর রেকর্ড

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। দেশের ইতিহাসে এর আগে তিনি ছাড়া আর কেউ টানা দীর্ঘ মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেননি। ২০১৫ সালের ১৫ জুলাই থেকে টানা আসাদুজ্জামান খান এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে, ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৩ নভেম্বর ২১ পর্যন্ত মহিউদ্দীন খান আলমগীর, সাহারা খাতুন (৭ জানুয়ারি ২০০৯-১৭ সেপ্টেম্বর ২০১২), মোহাম্মদ আবদুল মতিন (উপদেষ্টা হিসেবে ১৬ জানুয়ারি ২০০৮-৬ জানুয়ারি ২০০৯), ইয়াজউদ্দিন আহম্মেদ (প্রধান উপদেষ্টা ২৯ অক্টোবর ২০০৬-১১ জানুয়ারি ২০০৭), লুৎফুজ্জামান বাবর প্রতিমন্ত্রী   হিসেবে (২৮ মার্চ ২০০৪-২৮ অক্টোবর ২০০৬), আলতাফ হোসেন চৌধুরী (১১ অক্টোবর ২০০১-২৬ মার্চ ২০০৪) দায়িত্ব পালন করেছেন। ইতিহাস ঘেঁটে জানা গেছে, এর আগেও কেউ এতবার দায়িত্ব পালন করেননি। জানা গেছে, আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সরকারের দায়িত্ব নেওয়ার শুরু থেকেই দূরদর্শী নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে দেশে মাদকের প্রকোপ কমিয়ে আনতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তেজগাঁও, রমনা, হাতিরঝিল ও দোহার এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা ও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। রাজনীতির পাশাপাশি একজন সমাজকর্মী ও লেখক হিসেবে তিনি সুপরিচিত। তাঁর সহধর্মিণী মিসেস লুৎফুল তাহমিনা খান। ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা জেলার তেজগাঁও থানার মণিপুরিপাড়ায় সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা আসাদুজ্জামান খান এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

 

সর্বশেষ খবর