শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে বাড়ছে রঙিন মাছ চাষ

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বাড়ছে রঙিন মাছ চাষ

ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে বাণিজ্যিকভাবে রঙিন মাছের চাষ। বাড়ির আঙিনা কিংবা ছাদে বিভিন্ন প্রজাতির বাহারি রঙের মাছ চাষ করে প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা আয় করছেন উদ্যোক্তারা। চাকরির পাশাপাশি বাড়তি আয় করার চিন্তা থেকে রঙিন মাছ চাষে পাচ্ছেন ব্যাপক সফলতা। এমন সফলতায় বিদেশি জাতের এ মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন জেলার অনেকে।

জানা যায়, সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম রানা। পেশায় একজন মাদরাসা শিক্ষক হলেও স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। ২০১৮ সালে টেলিভিশনে রঙিন মাছ চাষের প্রোগ্রাম দেখে আগ্রহ জন্মায় তার। পরে অবসর সময়কে কাজে লাগানো ও বাড়তি আয়ের আশায় বাড়ির আঙিনার পাশে শুরু করেন চাষ। বছর ঘুরতে না ঘুরতে সফলতার মুখ দেখেন তিনি। তার খামারে গাপ্পি, গোল্ড ফিশ, কমেট, কই কার্ভ, ওরেন্টা গোল্ড, সিল্কি কই, মলি, গাপটিসহ ১৫ প্রজাতির রঙিন মাছ আছে। মাসে ৫০০ টাকার খাবার খরচ হয় তার। খামার থেকে পাইকারি দরে মাছ বিক্রির পাশাপাশি বিক্রি করা হয় খুচরা দরে। জেলা মৎস্য অফিসের তথ্যমতে, জেলায় বিদেশি জাতের রঙিন মাছ চাষ করেন ২০ জন উদ্যোক্তা। ইতোমধ্যে এ মাছ চাষে সফলও হয়েছেন অনেকে। আর ক্রমশ বাড়ছে এ মাছ চাষের প্রবণতা। রঙিন মাছের খামার দেখতে আসা সাদেকুল ইসলাম বলেন, আমার অনেক দিনের শখ এসব মাছ চাষ করা। এসে দেখলাম খুব ভালো লাগল। তাজুল ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে আমি শুরু করব। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ খালিদুজ্জামান বলেন, জেলায় রঙিন মাছ চাষির সংখ্যা বেড়ে চলছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়নি। খুব দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

 

 

সর্বশেষ খবর