শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রমজানের আট পণ্য বাকিতে আমদানির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

মাহে রমজান উপলক্ষে খেজুরসহ আট পণ্য বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। গতকাল এক পরিপত্রে বাংলাদেশ ব্যাংক জানায়, ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পিঁয়াজ, মসলা, চিনি ও খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় (বা ডেফার্ড পেমেন্ট ব্যবস্থায়) আমদানির সুযোগ দিয়েছে। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে। পরিপত্রটি অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকাররা বলেন, সময়মতো আমদানির অভাবে যাতে এসব পণ্যের সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সেজন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে ঋণপত্র (এলসি) খুললে পণ্য সময়মতো চলে আসবে। এতে পবিত্র রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের (এফইপিডি) পরিচালক মো. সারোয়ার হোসেন বলেন, পর্যাপ্ত সরবরাহ করে রমজান মাসে ব্যবসায়ীরা যেন এসব পণ্যের স্থানীয় বাজারমূল্য সহনীয় রাখতে পারেন, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক এ সুবিধা দিয়েছে।

 

সর্বশেষ খবর