শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
স্বাস্থ্য অধিদফতর

শিশুর মৃত্যু, নিবন্ধন ছাড়াই চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোনো নিবন্ধন ছাড়াই চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাই এ মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান সাংবাদিকদের বলেন, ‘ইউনাইটেড মেডিকেলে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতর একটি তদন্ত কমিটি করেছে। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই তারা ব্যবস্থা নেবেন।’ পাঁচ বছর বয়সী আয়ানকে খতনা করানোর জন্য গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গিয়েছিল তার পরিবার। অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। ৭ জানুয়ারি সেখানেই মৃত্যু হয় শিশুটির। আয়ানের বাবা শামীম আহামেদ বাড্ডা থানায় মামলা করেছেন। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট সাইদ সাব্বির আহমেদ, সার্জারি বিভাগের চিকিৎসক তাসনুভা মাহজাবিন, অজ্ঞাতনামা পরিচালকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে সেখানে। গতকাল ওই দুই চিকিৎসককে গ্রেফতারসহ ছয় দফা দিয়ে স্বাস্থ্য অধিদফতরের সামনে মানববন্ধন করেন আয়ানের স্বজনরা। অধিদফতরের পরিচালক আবু হোসেন মো. মইনুল আহসান এ সময় সাংবাদিকদের বলেন, ‘ইউনাইটেড মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিবন্ধনের আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন ত্রুটিযুক্ত হওয়ায় তাদের অনুমতি দেওয়া হয়নি। এ অবস্থায় তাদেরকে আবারও যথাযথভাবে আবেদন করতে হবে। কিন্তু এখন যেহেতু নিবন্ধন নেই, তাদের চিকিৎসা কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই। আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতর স্বঃপ্রণোদিত হয়ে একটি তদন্ত কমিটি করেছে। ১৮ জানুয়ারির মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।’ তিনি আরও বলেন, ‘যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই আমরা এই মুহূর্তে ইউনাইটেড মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। তবে তদন্ত কার্যক্রম শেষ হলে অবশ্যই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

শিশু আয়ানের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। জনস্বার্থে করা এই আবেদনে শিশুটির পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে। আয়ানের মৃত্যুর ঘটনা আমলে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, চিকিৎসকের অবহেলা বা ভুল চিকিৎসার কারণে কারও মৃত্যু বা অন্য কোনো ধরনের ক্ষতি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনার তদন্ত করে ১২ ডিসেম্বরের মধ্যে কমিশনে প্রতিবেদন দিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।

সর্বশেষ খবর