সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
প্রতিশ্রুতিতে শুরু নতুন মন্ত্রীদের

অগ্রাধিকার পণ্যমূল্য নিয়ন্ত্রণে : মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

অগ্রাধিকার পণ্যমূল্য নিয়ন্ত্রণে : মাহমুদ

নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমাদের অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ আছে, যা কাটাতে একটু সময় প্রয়োজন। তিনি বলেন, সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। এটা সমাধানের চেষ্টা করব।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে। রাতারাতি সব সংকট দূর করা সম্ভব নয়। পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব। অর্থ পাচার হচ্ছে- এ বিষয়ে আপনার মন্ত্রণালয়ে কোনো কর্মপরিকল্পনা আছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘পরিকল্পনা নিতে সময় লাগবে। অর্থ পাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। আমরা সবাই মিলে একযোগে সততা-দক্ষতা-জবাবদিহির সঙ্গে কাজ করলে সব সমস্যার সমাধান খুব দ্রুতই সম্ভব।’

প্রথম কর্মদিবসে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের চারজন সচিব ও সংশ্লিষ্ট দফতর এবং সংস্থার প্রতিনিধিদের নিয়েও মতবিনিময় করেন নতুন অর্থমন্ত্রী।

সর্বশেষ খবর