সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সবাইকে পরিচ্ছন্ন থাকার আহ্বান : নারায়ণ

নিজস্ব প্রতিবেদক

সবাইকে পরিচ্ছন্ন থাকার আহ্বান : নারায়ণ

নতুন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, কাজের ক্ষেত্রে আমি নিজে পরিচ্ছন্নভাবে কাজ করব, আমি আশা করি ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত সব কর্মরত আমার সহকর্মীরা পরিচ্ছন্নভাবে কাজ করবেন। নয়তো প্রচলিত আইনে বিচারের আওতায় আসতে হবে।

গতকাল সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয়। আমি মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে, ব্রিফিং নিয়ে, কী পরিকল্পনা ছিল, কোনোভাবে এগিয়ে নিয়ে গেলে আমাদের যে লক্ষ্য অর্জন হয় সেটা দেখব। এর আগে যিনি মন্ত্রী ছিলেন তিনি অনেক কাজ করে গেছেন। আমি জানি তিনি খুবই উদ্যোগী লোক ছিলেন। আমি তাকে প্রশংসা করছি। তিনি যেখানে রেখে গেছেন সেখান থেকে ধরে আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করব। ভূমি অফিসের হয়রানি-দুর্নীতি হয় সেই বিষয়ে জানতে চাইলে বলেন, এ বিষয়ে অবশ্যই শক্ত অবস্থান হবে। আমরা যদি সবকিছু ডিজিটালাইজড করতে পারি, তবে সেই সুযোগটা তারা পাবে না। ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর/সংস্থায় কর্মরত আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করে প্রধানমন্ত্রীর পরিকল্পিত ইশতেহারের অংশ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করব। স্মার্ট ভূমিসেবা বাস্তবায়নে আমরা সব অংশীজনের সহায়তা চাই। বাংলাদেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমির সঙ্গে জড়িত। টেকসই ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক অংশগ্রহণের বিকল্প নেই।

সর্বশেষ খবর