সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পরিবেশের কোনো অনিয়ম মানা হবে না : সাবের

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের কোনো অনিয়ম মানা হবে না : সাবের

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মকান্ড অন্তর্ভুক্ত করে ১০০ দিনের কর্মপরিকল্পনা তৈরি করে বাস্তবায়ন করা হবে। গতকাল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওতাধীন দফতর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণ, প্লাস্টিক ও পলিথিন দূষণ এবং পাহাড় কাটা বন্ধ করতে অংশীজনদের পরামর্শ নিয়ে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। টেকসই উন্নয়ন, বন দখল রোধে আইনের যথাযথ প্রয়োগ করা হবে। আন্তর্জাতিক অর্থছাড়ের চেষ্টা করা হবে।

সর্বশেষ খবর