সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৯০২ জন

নিজস্ব প্রতিবেদক

গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৯০২ জন। সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ২৬১টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ হাজার ৩৭২ জন। একই সময়ে রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা মনিটর করে প্রতিবছরের মতো এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি জানান, ২০২৩ সালে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬ হাজার ৯২৯টি দুর্ঘটনায় ৮ হাজার ৫০৫ জন নিহত এবং ১০ হাজার ৯৯৯ জন আহত হয়েছেন। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২৩ সালে সড়কপথে সবচেয়ে ভয়াবহ ছিল মোটরসাইকেল দুর্ঘটনার চিত্র। বছরজুড়ে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ২ হাজার ৩১টি, যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৪৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ২ হাজার ১৫২ জন, যা সড়কপথের দুর্ঘটনায় মোট মৃত্যুর ২৭.২৩ শতাংশ।  মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩৩৯ জন, যা মোট আহতের ১২.৯০ শতাংশ। এ ছাড়া, ২০২৩ সালে নৌপথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত ও ১৫২ জন আহত এবং ১০৯ জন নিখোঁজ হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ২০২২ সালের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ থেকে দেখা গেছে ২০২৩ সালে গাড়িচাপা কমেছে ৬.৭৩ শতাংশ, মুখোমুখি সংঘর্ষ কমেছে ১১.৯৯ শতাংশ, ৩৭.০৩ শতাংশ কমেছে যানবাহনের চাকায় ওড়না পেঁচিয়ে দুর্ঘটনা, ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা কমেছে ৩৫.০২ শতাংশ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা কমেছে ১৬.০৪ শতাংশ। তবে, বিবিধ কারণে ১৮.৩৪ শতাংশ দুর্ঘটনা বেড়েছে। এদিকে, সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৬.৩২ শতাংশ ঢাকা মহানগরীতে, ১.১১ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে, ০.৬৮ শতাংশ রেলক্রসিংয়ে হয়েছে। ২০২৩ সালের সবচেয়ে দুর্ঘটনাবহুল ছিল ১৭ জানুয়ারি। ওইদিন ৩৫টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনাবহুল দিন ছিল ২৬ মার্চ। সেদিন ৯টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৪ জন আহত হন। দুর্ঘটনায় সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে ৭ জুলাই। ওইদিন ৩০টি সড়ক দুর্ঘটনায় ৪১ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সহ-সভাপতি তৌফিকুল হক লিটন, যাত্রী কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব মনিরুল হক, প্রচার সম্পাদক মাহামুদুল হাসান রাসেল, সদস্য মহসিন হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর