সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নয় : সালাম

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নয় : সালাম

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম বলেছেন, দুর্নীতি এক দিনেই বন্ধ করা যাবে না। যদিও এটি জাতীয় ইস্যু, এটি রাষ্ট্রীয় ও বৈশ্বিক বিষয়ের সঙ্গে যুক্ত মনে করি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি নিয়ে আমাদের সংগ্রাম ও জিহাদ চলছে। দুর্নীতির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এর আগে নিজ দফতরে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দুর্নীতি নেই এ কথা বলব না। এটা হুট করে ঠিক করাও যাবে না। দেখা যায় প্রাইমারির শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়। এমন হলে বাচ্চারা কী শিখবে? প্রাথমিক বিদ্যালয় থেকেই বাচ্চাদের দুর্নীতিমুক্ত থাকার শিক্ষা দিতে হবে। তাহলে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঠিক থাকবে। আমি ১৫ বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু একজন লোকও বলতে পারবেন না আমি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম। এটা এখন জাতীয় ইস্যু হয়ে গেছে। এখানে হাত দেওয়া কঠিন। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি নিরসনে সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে। এই যুদ্ধকে আমি এগিয়ে নেব। দুর্নীতির প্রশ্নে কোনো আপস নেই। আমি শিক্ষা ও স্বাস্থ্যের প্রকল্পগুলোর দিকে নজর দিতে চাই। সেই সঙ্গে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে থাকবে বিশেষ নজর। গ্রামের রাস্তাঘাট যদি ঠিক থাকে মানুষ যদি সহজেই শহরে যাতায়াত করতে পারে তবেই উন্নয়ন টেকসই হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব থাকবে। এ ছাড়া স্বাস্থ্য খাত নিয়ে নানা অভাব ও অভিযোগ আছে। সেগুলো কমানোর চেষ্টা থাকবে। গ্রামে যদি স্বাস্থ্যসেবা ভালো থাকে তাহলে মানুষ সেখানেই অন্তত কিছুটা স্বাস্থ্যসেবা পাবে। প্রধানমন্ত্রী কমিউনিটি চিকিৎসাসেবা দেওয়াসহ নানা উদ্যোগ নিয়েছেন। সেসব এগিয়ে নিয়ে আমি কাজ করব।

সর্বশেষ খবর