বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বেপরোয়া মাদক ব্যবসা

প্রাইভেট কার থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩২৩টি প্যাকেটে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট কার থেকে র‌্যাব-৭ এসব ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

গ্রেফতাররা হলেন- পটিয়া উপজেলার নাকাইন এলাকার আবদুল মালেকের ছেলে মো. চান মিয়া সওদাগর (৬১) ও একই উপজেলার শান্তির হাট এলাকার মৃত শফির ছেলে মো. ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮)।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আটক চান মিয়া ও বাপ্পী কক্সবাজার থেকে প্রাইভেট কারে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ারা উপজেলায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কারটি আটক করে ইয়াবা উদ্ধার করা হয়। তাদের আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে পরে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রি করে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর