বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নূরকে হাই কোর্ট

এভাবে বললে তো বিচারব্যবস্থা ভেঙে পড়বে

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করলে দেশের বিচারব্যবস্থা ‘ভেঙে পড়বে’ বলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সতর্ক করেছেন হাই কোর্ট। ডাকসুর সাবেক ভিপি নূর গতকাল আদালতের তলবে হাজির হলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ থেকে ওই সতর্কবার্তা আসে।

বিচারকদের নিয়ে নূরের মন্তব্যের একটি খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর গত ১৭ ডিসেম্বর তাকে তলব করেন হাই কোর্টের এ বেঞ্চ। নূরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, জানতে রুল জারিও করা হয়। নূর গতকাল আদালতে হাজির হলে তার আইনজীবীরা রুলের জবাব দেওয়ার জন্য সময়ের আবেদন করেন। নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, বদরুদ্দোজা বাদল ও অ্যাডভোকেট কায়সার কামাল।

শুনানি শেষে আদালত জামিনের আবেদন মঞ্জুর করে রুলের জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক শুনানিতে নূরের উদ্দেশে বলেন, ‘আপনারা রাজনৈতিক নেতা, ভবিষ্যতে হয়তো রাষ্ট্র পরিচালনায় আসবেন, তাই বিচার বিভাগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনার বক্তব্য যেভাবে পত্রিকায় এসেছে, এভাবে বলে থাকলে বিচারব্যবস্থা ভেঙে পড়বে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর