শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বড় দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিক্রির চাপে বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। ডিএসইতে লেনদেন কমে হাজার কোটি টাকার নিচে চলে এসেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ২৮২টির। আর ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে ৬ হাজার ১৫৬ পয়েন্টে নেমে গেছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭০ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৭৩ কোটি টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। দিনভর কোম্পানিটির ২৮ কোটি ৩৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৫৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দাম বেড়েছে। দাম কমেছে ১৭৮টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৩৫ লাখ টাকা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর