রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাড়াতে হবে নজরদারি

ডা. নজরুল ইসলাম

বাড়াতে হবে নজরদারি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে। এ জন্য সিন্ডিকেট ও তদবির চক্রকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি বন্ধ করে সেবা নিশ্চিত করতে জবাবদিহিতা ও নজরদারি বাড়াতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে রাজনৈতিক অনেক তদবির এবং চাপ থাকে। প্রভাবশালীদের সহযোগিতা ছাড়া সিন্ডিকেট হয় না। মানুষ সৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। স্বাস্থ্যমন্ত্রী সৎ লোক কিন্তু তার আশপাশে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তাদেরও সৎ হওয়া জরুরি। নয়তো সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। ডা. নজরুল ইসলাম বলেন, আমাদের অবকাঠামো ভালো রয়েছে। কিন্তু জেলা-উপজেলাগুলোয় জনবলের সংকট আছে। অনেক জায়গায় যন্ত্রপাতি বাক্সবন্দি থেকে নষ্ট হয়ে যায়। মানুষকে বেসরকারি হাসপাতাল থেকে অর্থ খরচ করে সেবা নিতে হয়। এ অব্যবস্থাপনাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। সিন্ডিকেটের চাপে যেন খারাপ মানের মেশিন কেনা না হয় সেগুলো দেখতে হবে। সৎ, যোগ্য লোক বাছাই করে দায়িত্ব দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর