রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতি-দুর্ভোগ কমাতেই হবে

ডা. রশীদ ই মাহবুব

দুর্নীতি-দুর্ভোগ কমাতেই হবে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা. রশীদ ই মাহবুব বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন যারা দায়িত্ব নিয়েছেন, তাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এসব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। স্বাস্থ্য খাতে দুর্নীতি-দুর্ভোগ কমাতে পারলে সেবার মান বাড়বে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রোগপ্রতিরোধ, চিকিৎসা সহজলভ্য করা, ব্যক্তির নিজ পকেট থেকে হওয়া খরচ বন্ধ করতে হবে। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে দুর্ভোগ কমানোয় জোর দিতে হবে। বেসরকারি হাসপাতালে খরচ কমিয়ে সেবার মান নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সদিচ্ছা ছাড়া এসব পরিবর্তন সম্ভব নয়। দায়িত্বপ্রাপ্তদের উদ্যোগের ওপর নির্ভর করছে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য ডা. রশীদ ই মাহবুব বলেন, দেশের সব খাতে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দুর্নীতি। দুর্নীতিতে জড়িত থাকে মন্ত্রণালয়, অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এই পক্ষগুলোর দুর্র্র্র্নীতি ঠেকাতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। ক্রাশ প্রোগ্রাম নিয়ে এই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সর্বশেষ খবর