রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সেবিকাকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে একটি ক্লিনিকে হাফিজা খাতুন (৩৫) নামে এক সেবিকাকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। গতকাল রাত ৯টার দিকে জীবননগর পৌর এলাকার মা নার্সিং হোম নামের ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন জীবননগর বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবিদ হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে ক্লিনিকের দ্বিতীয় তলার একটি কক্ষে মারাত্মক জখম অবস্থায় হাফিজা খাতুনকে দেখতে পান সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার তথ্য অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর