বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বছরজুড়েই নির্বাচন

♦ ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে ♦ ৯ মার্চ কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ স্থানীয় সরকারের ২৩৩ প্রতিষ্ঠানে ♦ ঈদের পর শুরু উপজেলায় ♦ জুলাই থেকে অন্যান্য স্থানীয়

গোলাম রাব্বানী

বছরজুড়েই নির্বাচন

বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করেই অন্যান্য নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যে কোনো সময় এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর মার্চে রোজার মধ্যে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে ইসিতে। আগামী ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে ৯ মার্চ কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচন; ময়মনসিংহ সিটিতে সাধারণ নির্বাচন এবং একই দিনে ২৩৩ স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে ভোটের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এ ছাড়া মার্চে রোজার মধ্যে তফসিল ঘোষণা হবে উপজেলা নির্বাচনের। পরে চার-পাঁচ ধাপে এ নির্বাচন শেষ করেই অন্যান্য আটকে থাকা নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ইসির কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালজুড়েই বিভিন্ন নির্বাচন রয়েছে। তাই এই বছরকে নির্বাচনি বছর হিসেবেই দেখছে ইসি। নির্বাচন কমিশন আটকে থাকা বিভিন্ন নির্বাচনের তালিকা তৈরি করছে। এই কমিশন দায়িত্ব নেওয়ার পরে এক যুগ থেকে আটকে থাকা নির্বাচনও শেষ করেছে। তাই আগামীতে ইউনিয়ন; পৌরসভা; জেলা পরিষদে যেসব নির্বাচন আটকে আছে সেগুলো করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এবার সংরক্ষিত নারী আসনে ভোট : এবার দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা দ্রুত ইসিতে পাঠানো হবে। এরপরে ভোটার তালিকা যেভাবে প্রকাশিত হয় সেভাবে খসড়া তালিকা প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, তবে এটিই হবে চূড়ান্ত ভোটার তালিকা। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে। তারপর নির্বাচনের প্রয়োজন হলে হবে, আর না হলে হবে না। তফসিল ঘোষণা নিয়ে ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আমরা তফসিলের প্রস্তাবনা কমিশনে উঠাব। কমিশন অনুমোদন দিলে তফসিল ঘোষণা হবে। বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।

৯ মার্চ ২৩৩ প্রতিষ্ঠানে ভোট : আগামী ৯ মার্চ ভোটের তারিখ রেখে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ     থাকছে। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। একই সঙ্গে ৯ মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলে স্থানীয় সরকারের ২৩৩টি ছোট বড় নির্বাচন হবে। ইসির কর্মকর্তারা জানান, ৯ মার্চ যেসব ভোট হবে, তার মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন একটি, সিটি শূন্য পদে উপনির্বাচন চারটি, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপনির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে উপনির্বাচন ৭টি। জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় সেদিন সাধারণ নির্বাচন হবে। জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাকি সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। সিটি, পৌরসভা ও জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং ইউপি নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। এদিকে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ইসি ভোট স্থগিত করেছিল। এতে করে ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়। গত ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরে এ নির্বাচনি এলাকায় প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন ওই দিন এ নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর