বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সবকিছুর সমাধান

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সবকিছুর সমাধান

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, সার্বিকভাবে ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে দেশ। রাষ্ট্রে ভোটাধিকার, মানবাধিকারসহ মৌলিক বিষয়গুলো জটিল অবস্থায় রয়েছে। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানবাধিকার নিশ্চিত করা, বাক স্বাধীনতা নিশ্চিত করা, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। সর্বোপরি সবাইকে নিয়ে দেশ পরিচালনার জন্য বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ করা। রাজনৈতিক হয়রানি বন্ধ করতে হবে। ভোটাধিকার, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাসহ সব মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সবকিছুর সমাধান আসতে পারে একদলীয় নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত একটি নির্বাচন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন হয়েছে। দেশের মানুষ এই ডামি নির্বাচন বর্জন করেছে। নির্বাচন যে তামাশার হবে তা বুঝতে পেরে আমরা এতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন নির্বাচন নিঃসন্দেহে জনগণের ভোটাধিকার হরণের সামিল এবং ক্ষমতাসীন সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনের ওপর ভর করে এ পাতানো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ ভয়াবহ সংকটের কবলে পড়েছে। তিনি বলেন, দেশের রিজার্ভ শূন্যের কোঠায়। তীব্র গ্যাস সংকট। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের ত্রাহি অবস্থা। সামনে মাহে রমজান। সাধারণ মানুষ কীভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনবে?

এক প্রশ্নের জবাবে মাওলানা আফেন্দী বলেন, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জনমনে এ নিয়ে আকর্ষণ ছিল না। উল্টো অনাগত দিনে পরিস্থিতি কেমন হবে তা নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন। তিনি বলেন, ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে এমপি ঘোষণা করে সংবিধান অমান্য করেছে। পরপর গত তিনটি জাতীয় নির্বাচন বিতর্কিত হওয়ায় এবং নির্বাচনব্যবস্থা ভেঙে পড়ায় বর্তমান আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোনো আস্থা নেই। মাওলানা আফেন্দী নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ের বিতর্কিত ও আপত্তিকর বিষয়াবলি বাতিল করার দাবি জানিয়ে বলেন, একটি মুসলিম দেশের শিক্ষা কারিকুলাম মুসলমানদের ধর্মীয় চিন্তা ও বোধ-বিশ্বাসের আলোকেই প্রণীত হতে হবে। জমিয়তের উলামায়ে ইসলামের আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে মাওলানা আফেন্দী বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি দলের নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন উপজেলা নির্বাচনসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর