বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বরই চাষে স্বাবলম্বী

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

বরই চাষে স্বাবলম্বী

শীতের সুস্বাদু ফল বরই (কুল)। দেশে এখন টক-মিষ্টি, দেশি-বিদেশি বিভিন্ন জাতের বরই চাষ হয়ে থাকে। বাদ পড়েনি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। জেলার একটি ইউনিয়নে বরই চাষ করে বেশ লাভবান হয়েছেন রুবেল হোসেন নামের এক উদ্যোক্তা। হয়েছেন স্বাবলম্বীও। তার এ বাগানে কাজ করে অনেকের ঘরে ফিরেছে সচ্ছলতাও। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের নাপিতপাড়া এলাকার রুবেল হোসেন। ২০২২ সালে পড়াশোনার পাশাপাশি আরও কিছু করার প্রত্যাশায় নিজের সাত বিঘা জমিতে শুরু করেন দুই জাতের বরইয়ের চাষ। শুরুতেই খরচ করেন ৫০ হাজার টাকা। পরবর্তীতে এক বছরের মাথায় ২ লাখ ৫০ হাজার টাকার ফল বিক্রি করে লাভবান হন রুবেল হোসেন। অল্প খরচে লাভবান হওয়ায় বাড়তে থাকে বরই চাষ। এবারো নতুন করে গাছের পরিচর্যা করে আরও ১ লাখ টাকা খরচ করে পুনরায় বরইয়ের চাষ করেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় বরইয়ের বাম্পার ফলন হওয়ায় খুশি রুবেল হোসেন।

এ বছর বাগানে কাশ্মিরী ও আপেল কুলের চাষ করেছেন। তার এ বাগানে দৈনিক কাজ করেন ১০-১২ জন শ্রমিক যাদের মুজরি দেওয়া হয় ৩০০-৪০০ টাকা। বরইয়ের বাগানে কাজ করে তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। বাগান মালিক রুবেল হোসেন বলেন, এ বছর যে ফলন হয়েছে তাতে ৫ থেকে ৬ লাখ টাকার বরই বিক্রি করব আশা করি।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নূর নবী বলেন, প্রয়োজনীয় সব পরামর্শের পাশাপাশি অন্য কৃষকদের এমন চাষে আগ্রহী করতে কাজ করছে কৃষি বিভাগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর