বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আরও পাঁচ মামলায় গ্রেফতার স্বপন

আলতাফ চৌধুরীর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার দুই পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালতে তিন মামলায় জামিন চেয়ে স্বপনের আইনজীবীরা শুনানি করলে আদালত জামিন নামঞ্জুর করেন। রমনা থানার অন্য দুই মামলার নথি না থাকায় জামিন শুনানি করা যায়নি। অন্যদিকে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় করা তিন মামলায় দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে ১৫ দিনের মধ্যে জামিন আবেদন নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল রুলসহ এ আদেশ দেন। তিন মামলায় আলতাফ হোসেনকে গ্রেফতার দেখিয়ে আইনানুযায়ী তার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে গত ২৮ জানুয়ারি রিটটি করেন তার স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী। আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী সগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। গত ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব)। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আলতাফ হোসেন চৌধুরীর আইনজীবী সগীর হোসেন বলেন, রমনা থানার এক মামলায় ৫ নভেম্বর আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়। তার রমনা ও পল্টন থানায় আরও তিনটি মামলা রয়েছে। এ তিনটি মামলায় তার নাম থাকলেও তাকে গ্রেফতার দেখানো হয়নি। তিন মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য ২১ জানুয়ারি আবেদন করা হয়, যা নিম্ন আদালত নিষ্পত্তি করেননি। এ অবস্থায় তিনটি মামলায় আলতাফ হোসেনকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। এ ছাড়া রাজধানীতে গত ২৮ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

এদিকে রাজধানীতে গত ২৮ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা তিন মামলায় জহির উদ্দিন স্বপনকে গতকাল গ্রেফতার দেখান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। এ ছাড়াও রমনা থানার দুই মামলায় তাকে গ্রেফতার দেখান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। এদিকে নতুন এ পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আগে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সব মিলিয়ে ২৮ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় মোট সাত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান জহির উদ্দিন স্বপনের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সালাম হিমেল। এর আগে এসব মামলায় গ্রেফতার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। গত ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর