বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা সড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে (৫৫) হাতুড়িপেটার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার ড্রাইভার ও এক সহযোগী আহত হন। গতকাল দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকাল ৪টা থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি শুরু করেন। অবরোধ চলাকালে মহাসড়ক দুটির উভয় পাশে প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকা পড়ে। বিকাল ৫টার দিকে প্রশাসন দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আরিফুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল। সভা শেষে দাফতরিক কাজের জন্য উপজেলা পরিষদে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হাতুড়ি দিয়ে পেছন দিক থেকে তার ওপর আক্রমণ করে। এতে সাহিদুর রহমানের বাম হাত ও বাম পায়ে হাতুড়ির এলোপাতাড়ি আঘাত লাগে। ঠেকাতে গিয়ে তার ব্যক্তিগত মাইক্রোবাসের চালক আয়নাল শেখ এবং সহযোগী এনামুল খান আহত হয়। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাঘদী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দাশের কান্দি গ্রামের গোলাম সারোয়ার রতন মিয়ার ছেলে। অপর দুই আহতরা হলেন- একই উপজেলার চরপ্রশন্নদী গ্রামের ফজর আলী শেখের ছেলে আয়নাল শেখ ও একই গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে এনামুল খান। এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত করার কাজ চলছে। তাদের শনাক্ত করার পর গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

সর্বশেষ খবর