বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আইস নয় তালমিছরি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া ফকিরমোড় এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে উদ্ধার করা ১৬ কেজি ‘আইস’র চালানে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ চালানের পুরোটাই ‘তালমিছরি’ বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারের কর্মকর্তারা। জানা যায়, ২৯ জানুয়ারি ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের সরাইল এলাকা থেকে উদ্ধারের পর আইসের চালানটি পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারে পাঠায় বিজিবি। সহকারী রাসায়নিক পরীক্ষক শফিকুল ইসলাম সরকার গতকাল তা পরীক্ষা করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন সোমবার সিলগালাবিহীন পলিথিনের একটি প্যাকেট পাওয়া যায়। যা পরীক্ষাগারের আইডি নং ২৫৫/২৪ দ্বারা চিহ্নিত। রাসায়নিক পরীক্ষার ফলাফলে বলা হয়- একটি পলিথিনের প্যাকেটে পাওয়া ১০২.৭৪ গ্রাম সাদা ও বর্ণহীন দানাদার পদার্থে কোনো মাদকদ্রব্যের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। ল্যান্স নায়েক আবদুল্লাহ আল লোকমানের প্রত্যক্ষ উপস্থিতিতে নমুনাটি উন্মুক্ত ও পরীক্ষা করা হয়। নমুনার অবশিষ্টাংশ তার উপস্থিতিতে সিলগালা করে সংরক্ষণ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক কর্মকর্তা বলেন, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে আইসের চালান উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারের পর ডগ স্কোয়াড দিয়ে আইসের চালানটি পরীক্ষাও করা হয়। অতঃপর নিয়ম অনুসরণ করে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। বিজিবি সরাইল ব্যাটালিয়ন-২৫ অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, আখাউড়া থেকে ১৬ কেজি মাদকসাদৃশ পদার্থ উদ্ধার করা হয়। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক পরীক্ষায় তাতে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর