রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৮ মিনিট পরপর চলছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

৮ মিনিট পরপর চলছে মেট্রোরেল

নতুন সূচি ধরে গতকাল থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর চলাচল করছে মেট্রোরেল। আর অফ পিক আওয়ারে আগের মতোই ১২ মিনিট পরপর ছাড়বে ট্রেন। এদিকে নতুন সূচির প্রথম দিনেই যান্ত্রিক ত্রুটির কারণে আধা ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে মেট্রোরেল। গতকাল বিকাল ৩টার দিকে পল্লবী স্টেশনে একটি ট্রেনের স্বয়ংক্রিয় দরজায় ত্রুটি দেখা দেওয়ায় এ বিপত্তি ঘটে। সমস্যা সমাধানের পর বিকাল সাড়ে ৩টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়। এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, মেট্রোরেলের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার কথা। কিন্তু মিরপুরের পল্লবীতে একটি ট্রেনের দরজা কাজ করছিল না। এ জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ব্যস্ত সময়ে বা পিক আওয়ারে একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি সময় ২ মিনিট কমিয়ে এনেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, গতকাল থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর চলছে ট্রেন। আর অফ পিক আওয়ারে আগের মতোই ১২ মিনিট পরপর ছাড়বে ট্রেন। এর আগে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। ওই দিন তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল অভিমুখী ট্রেনের পিক আওয়ার হচ্ছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আবার বিকাল ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য হবে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা রুটের পিক আওয়ার শুরু হবে সকাল ৮টা ১ মিনিট থেকে ১২টা ৮ মিনিট এবং বিকাল ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। নতুন এ সূচি রোজার আগের দিন পর্যন্ত বহাল থাকবে জানিয়ে ছিদ্দিক বলেন, ‘রোজার মাসে অফিসের সময়সূচি পরিবর্তন হতে পারে। সে অনুযায়ী মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

 

 

সর্বশেষ খবর