রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অবৈধ ইটভাটা

কাঠ ব্যবহার বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় অবৈধ ইটভাটা ও ভাটার জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল নগরীর পিকচার প্যালেস মোড়ে জনউদ্যোগ, খুলনার উদ্যোগে পরিবেশবিধ্বংসী ইটভাটা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ, খুলনা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম। সঞ্চালনা করেন পরিবেশকর্মী মামুনর রশীদ। এ সময় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন পরিবেশবাদিরা।

বক্তারা বলেন, পরিবেশ অধিদফতরের হিসাব অনুযায়ী দেশে ৭ হাজার ৮৬টি ইটভাটা চালু আছে। এরমধ্যে ৪ হাজার ৫০৫ টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই। এসব ইটভাটার কারণে ঘটছে বায়ুদূষণ।

পরিবেশ সংরক্ষণ এবং ইটভাটা নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা করা যাবে না। কৃষিজমিতেও ইটভাটা অবৈধ। অথচ দেশের প্রায় শতভাগ ইটভাটাই এই আইন মানছে না। মানববন্ধনে বক্তৃতা করেন- জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিজুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর কমিটির সাধারন সম্পাদক নিত্যানন্দ ঢালী, জাতীয় পার্টির মহানগর কমিটির সহ-সভাপতি গাউসুল আজম, টিইউসির সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন,পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর