শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখান আশকোনার আশিয়ান সিটিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসা শিক্ষার্থী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন জোনায়েদ, রবিউল ও ওমর ফারুক। বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার সময় ওরা তিনজন একটি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই জোনায়েদ মারা যায়, বাকি দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিউলের মৃত্যু হয়। ওমর ফারুককে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালে মৃত ওমর ফারুকের চাচা বাহার উদ্দিন জানিয়েছেন, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তার বাবা মো. রাজন ছেলেকে দেখতে গিয়েছিলেন, সেখানে তার ছেলে মোটরসাইকেলটি নিয়ে দুই বন্ধুসহ চালাতে বেরিয়ে আসিয়ান সিটি এলাকায় স্পিডব্রেকারের সঙ্গে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওমর ফারুক আশকোনার একটি মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। তার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সে নারায়ণগঞ্জের গন্ধর্বপুর এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি মো. রাজনের ছেলে। বাকিদের মৃতদেহ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

সর্বশেষ খবর