বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কেএনএফের সঙ্গে সমঝোতা স্বাক্ষরিত

বান্দরবান প্রতিনিধি

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় নব্য বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এবং শান্তি প্রতিষ্ঠা কমিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার পথ খুঁজতে ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এবং শান্তি প্রতিষ্ঠা কমিটির দ্বিতীয় দফা সরাসরি বৈঠক শেষে এ সমঝোতা হয়।

গতকাল    সকালে বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া কমিউনিটি সেন্টারে কেক কেটে দ্বিতীয় সরাসরি বৈঠকের সূচনা হয়। বৈঠকে ১৩ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটির নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। অন্যদিকে ৮ সদস্যবিশিষ্ট ‘কেএনএফ’ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেন্ট্রাল কমিটি ও টিম লিডার, ‘কেএনএফ’স রিপ্রেজেন্টেটিভ ফর পিস ডায়ালগ’- এর সাধারণ সম্পাদক মি. লালজং ময়। বৈঠকে বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশ সদস্যের পাশাপাশি ‘কেএনএফ’ এর শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা জানান, ‘কেএনএফ’ এর সঙ্গে শান্তিপূর্ণভাবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই পক্ষের মধ্যে আরও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে গত বছরের ৫ নভেম্বর উপজেলার মুনলাই পাড়া সেন্টারে ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এবং শান্তি প্রতিষ্ঠা কমিটির মধ্যকার প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ‘কেএনএফ’ প্রতিনিধি দলে আরও ছিলেন, কেএনএফ’স রিপ্রেজেন্টেটিভ ফর পিস ডায়ালগের সাংগঠনিক সম্পাদক লালসাং লম, সেন্ট্রাল কমিটি ও টিম উপদেষ্টা লালএংলিয়ান, উপদেষ্টা সদস্য পাস্টর ভানলিয়ান ও রুয়াললিন বম প্রমুখ। শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রতিনিধি দলে ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম, কমিটির মুখপাত্র কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য সচিব লালজারলম বম, সদস্য মনিরুল ইসলাম মনু, সিংইয়ং ম্রো, রেভাঃ পাকসিমবয়তøং, লালথাংজেম বম প্রমুখ।

সর্বশেষ খবর